যুক্তরাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের বিভিন্ন দোকান ও সুপারমার্কেটে মাস্ক পরা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।
বরিস জনসনের ডাউনিং স্ট্রীট দপ্তরের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে লোকজনকে দোকানগুলোতে অবশ্যই মাস্ক পরতে হবে এবং আগামী ২৪ জুলাই থেকে এটি পরা বাধ্যতামূলক হবে।’
এতে আরও বলা হয়, ‘বদ্ধ জায়গায় মাস্ক পরলে তা লোকজনকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয় এবং তাদের আশেপাশে যারা থাকে তারাও সংক্রমণ থেকে রেহাই পায় বলে ক্রমবর্ধমান প্রমাণ রয়েছে।’
ডাউনিং স্ট্রীট আরো জানায়, গত ১৫ জুন থেকে ইংল্যান্ডে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মঙ্গলবার এই নিয়ম দোকানসমূহ ও সুপারমার্কেটেও আনুষ্ঠানিকভাবে চালু করছেন।
যারা এ নির্দেশ অমান্য করবে তাদের সর্বোচ্চ ১২৩ মার্কিন ডলার জরিমানা করা হবে।
ব্রিটেন করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর অন্যতম। দেশটিতে প্রায় ৪৫ হাজার মানুষ কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছে।