ঢাকার দোহার উপজেলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামালচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রেশাদ (১৩)। এ দুর্ঘটনায় রেশাদের মামাতো ভাই নোমান (১০) গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রেশাদ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে নানা বাড়ি উপজেলার চড়কুশাই যাচ্ছিল। জামালচড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে রেশাদ নিহত হয়। এ সময় তার মামাতো ভাই নোমান গুরুতর আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজকের বাজার/একেএ