নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যেতে রাজি হননি শ্রীলঙ্কার প্রথম সারির ক্রিকেটাররা। ওয়ান ডে অধিনায়ক করুনারত্নে ও টি-২০ অধিনায়ক মালিঙ্গা-সহ শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এই অবস্থায় অবশিষ্ট ক্রিকেটারদের থেকে স্কোয়াড বেছে নিয়েছে শ্রীলঙ্কার নির্বাচকরা।
একসঙ্গে ১০ জন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে তরুণদের সামনে সুযোগ এসে যায় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার।
যদিও দলে নতুন মুখ তেমন একটা নেই। ওয়ান ডে স্কোয়াডে একমাত্র নবাগত ক্রিকেটার হলেন ব্যাটসম্যান মিনোদ ভানুকা।
ওয়ান ডে’র পাশাপাশি টি-২০ স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। টি-২০’তে আরও একজন নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে শ্রীলঙ্কা, তিনি হলেন ভানুকা রাজাপক্ষে।
বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে বাদ পড়া দানুস্কা গুনতিলকে ও লক্ষণ সান্দাকান পুনরায় জাতীয় দলে ফিরেছেন। ওয়ান ডে’র পাশাপাশি টি-২০ দলেও রাখা হয়েছে দু’জনকে।
করুনারত্নে ও মালিঙ্গা দুজনেই না থাকায় এবং মেন্ডিস, চাঁদিমলের মতো সিনিয়র ক্রিকেটাররা নিজেদের সরিয়ে নেওয়ায় ওয়ান ডে ও টি-২৯ দলের জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হয় শ্রীলঙ্কাকে। একদিনের সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক নির্বাচিত হয়েছেন লাহিরু থিরিমানে। টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।
আজকের বাজার/লুৎফর রহমান