ফের বিজেপির কলকাতা রাজ্যের সভাপতির পদে বসতে চলেছেন দিলীপ ঘোষ৷ দলের অন্দরমহলে তার নামটি ঘোরাফেরা করছে বলে জানা গিয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয়বারের জন্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হবেন তিনি৷ যদিও চুড়ান্ত সিদ্ধান্ত হবে নতুন বছরেরে ৯ জানুয়ারি৷
সূত্রের খবর, ২০২০ সালের ৯ জানুয়ারি কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব৷ সেদিনই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম নিয়ে আলোচনা হবে৷ সেই ক্ষেত্রে নাকি এগিয়ে আছেন দিলীপ ঘোষই৷ তাছাড়া ২০২১ সালের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্ব নতুন কাউকে এই বসাতে চাইছেন না৷
আজকের বাজার/লুৎফর রহমান