আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবের জার্সিতে মাঠে নেমে পড়েছে ফুটবলাররা। শনিবার (২৩ নভেম্বর) লা লিগার ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনাও। অ্যাওয়ে ম্যাচে লেগানেসের বিপক্ষে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও চলতি মৌসুমে এখনো নিজেদের সেরা খেলা খেলতে পারেনি বার্সেলোনা। লিগ ম্যাচে লেগানাসের বিপক্ষে নিজেদের ১৩তম ম্যাচেও সাদামাটা খেলা উপহার দিয়েছে তারা। অবশ্য প্রথমার্ধে পিছিয়ে থেকেও সুয়ারেজ ও ভিদালের গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি মেসি-সুয়ারেজরা। ফলে ম্যাচের দ্বাদশ মিনিটেই গোল হজম করতে হয় বার্সাকে। মরোক্কোর ফরওয়ার্ড ইউসুফ আন-নেসিরি লেগানেসকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য দুর্দান্তভাবে ফিরে আসে কাতালানরা। ফলে ৫৩ মিনিটেই গোলের সুযোগ পায় ক্লাবটি। মেসির ফ্রি কিক থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে জালে জড়ান সুয়ারেজ। এরপর ৭৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন আর্তুর ভিদাল। ফরাসি তারকা গ্রিজম্যানের পরিবর্তে খেলতে নেমেই দলকে জয় উপহার দিলেন তিনি।
এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১২ ম্যাচে ২৫।
আজকের বাজার/আরিফ