জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করলেন পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ফিরে রাতেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কনে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা রাবেয়া নাঈমা।
তাসকিনের বাবা এমএ রশিদ জানিয়েছেন, তাসকিন বিপিএল খেলতে অনুশীলনে যোগ দেবেন। তাই তাড়াহুড়ো করেই এ আয়োজন।
৩১ অক্টোবর মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ফিরেছে টিম বাংলাদেশ। রাতেই সেরে ফেলা হয়েছে আনুষ্ঠানিকতা। ২২ বছর বয়সী এই তরুণ বিয়ের ছবি পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে।
ঘরোয়া এ আয়োজনে খুব বেশি অতিথি না থাকলেও সস্ত্রীক হাজির হয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওপেনার তামিম ইকবালসহ বেশ কয়েকজন টিমমেট।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা তাসকিনে দীর্ঘদিনের পরিচিত। বছরখানেক আগে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল।
আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭