দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান শুক্রবার আরেক কন্যা সন্তানের বাবা হয়েছেন। সাকিব ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে পরিবারের এ নতুন সদস্যকে পেয়েছেন।

সাকিবের মা শিরিন আক্তার সংবাদটি নিশ্চিত করেছেন।

সাকিব স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসে যুক্তরাষ্ট্রে যান। সেখানে পৌঁছানোর পরই ১৪ দিনের সেলফ আইসোলেশনে যান এ অলরাউন্ডার।

সাকিব ও শিশিরের আলাইনা নামে এক কন্যা সন্তান রয়েছে। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে তার জন্ম হয়।

বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের অক্টোবরে তার মাঠে ফেরার কথা রয়েছে।