দ্বিতীয় কার্যদিবসেও লেনদেন নিম্নমুখী

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে , ১১ ডিসেম্বর  নিম্নমুখী প্রবণতায়  শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। শুরুতে ঊর্ধ্বমূখী প্রবণতা থাকলেও  এদিন উভয় বাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ৬১৯৬ পয়েন্টে। সেই সংগে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।লেনদেন হয়েছে ৪৯১ কোটি ২৫ লাখ টাকার । যা আগের দিন থেকে ৫৯ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১৮৫ পয়েন্টে। আজ সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। এদিন সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/১১ডিসেম্বর ২০১৭