টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে নাটোর দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে। ইতোমধ্যেই আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।
পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকার বাড়ি ঘর বন্যা কবলিত হয়ে পড়েছে।
কৃষি বিভাগ জানায়, সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার প্রায় ২৭০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। নতুন করে বন্যা দেখা দেয়ায় ধানের পাশাপাশি সবজি ও ডাল জাতীয় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার জানান, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।