আজ সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের উভয় পুঁজিবাজারেরই নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর হাড়িয়েছে। গতদিনের চেয়ে কমে গেছে মোট লেনদেনর পরিমানও। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনে ছাড়িয়েছে ২৬৯ কোটি ৯১ লাখ টাকা ।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২৪৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৫৯ টির, কমেছে ২৫৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১০০ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২১৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৩৯ টির, দর কমে ১৪৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩০ টির দর।
আজকের বাজার/মিথিলা