দ্বিতীয় দিনের মতো লেনদেন সেরা আলিফ ইন্ডাস্ট্রিজ

টানা দ্বিতীয় দিনের মতো বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে  ‌আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটি ২৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আজ ৪ হাজার ৩২২ বারে ২৪ লাখ ২১ হাজার ১৫৮টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি ২ হাজার ৫০ বারে ৬৪ লাখ ৬ হাজার ৩৪৪টি শেয়ার হাতবদল করে। এই শেয়ারের বাজার মূল্য ১৭ কোটি ৯০ লাখ  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডি, মুন্নু সিরামিক, বার্জার পেইন্টস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কয়ার ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ব্রাক ব্যাংক ও গ্রামীণফোন লিমিটেড।

রাসেল/