দ্বিতীয় দিনের  শুনানি শুরু,আদালতে বেগম জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। বুধবার৩১জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে পৌঁছান। তার পরই আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানিতে শুরু থেকেই উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে।

আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮