দ্বিতীয় দিন ৫৮টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার রাত ১০টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে যে ৫৮টি ওয়ার্ডে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে এগুলো হলো- ১-২১, ২৩,২৪, ২৫-৪৩, ৪৬-৫৫, ৫৭, ৭০-৭৫ নম্বর ওয়ার্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বাকি ১৭টি ওয়ার্ডে ৯০ শতাংশের বেশি কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। নির্ধারিত সময়ে অবশিষ্ট বর্জ্য অপসারিত হবে।