ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। তাতে ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ভারতের চেয়ে এখনো ৮৯ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ৫৯ রান নিয়ে। দিনের শেষ বলে আউট হয়েছেন তাইজুল ইসলাম (১১)। তার উইকেটটি নিয়েছেন উমেশ যাদব।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ : ১৫২/৬ (৩২.৩ ওভার)।
মুশফিক ৫৯* ও …..।
ভারতের চেয়ে ৮৯ রানে পিছিয়ে।
আজকের বাজার/আরিফ