দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন জনসম্মুখে পর্যালোচনা করবে গ্রামীনফোন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীনফোন আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করবে। এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্নিংস কল ডাকা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, ৩০ জুন ২০১৯ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভা করবে আগামী ১৪ জুলাই। এদিন সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩৫ মিনিটে। পরদিন ১৫ জুলাই সকাল ১০টায় কোম্পানির কর্পোরেট অফিস থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবে।

প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জনসম্মুখে পর্যালোচনা করবে, প্রতিবেদনের খুঁটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষণ করবে। এজন্য আগ্রহী স্টেকহোল্ডারদের তাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

আজকের বাজার/মিথিলা