দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.৩৫ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৫.৭১ টাকা।
এদিকে এপ্রিল-সেপ্টেম্বর ৬ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৪.৭৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৪.৯১ টাকা।
এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫.১৩ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪৬.৮০ টাকা।