পুঁজিবাজারে তালিকভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৭-২০১৮ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৯১ পয়সা।
এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা।
এদিকে গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল শূন্য ৯৯ পয়সা।