দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা ।
আর সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা ।
আর ৬ মাসে (জানুয়ারি-জুন, ১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৩ পয়সা।
আর সমন্বিতভাবে ৬ মাসে (জানুয়ারি-জুন, ১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৮ পয়সা।
৩০ জুন ২০১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২৭ টাকা ৩৭ পয়সা। আর সমন্বিতভাবে এনএভি হয়েছে২১ টাকা ৯৩ পয়সা।
আরএম/