অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৯ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ১০ পয়সা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ১৮ টাকা ৬৪ পয়সা।
আজকের বাজার/লুৎফর রহমান