অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৯ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্টাল ফার্মা লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১৫ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৪ পয়সা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে হয়েছে ১৬ টাকা ১ পয়সা।আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ১৪ টাকা ৮৭ পয়সা।
আজকের বাজার/লুৎফর রহমান