২০১৮ সালের জুন মাস শেষে দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০১৮ সালের জুন শেষে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা, এককভাবে ১ টাকা ৩ পয়সা।
এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১১ পয়সাএবং তা এককভাবে হয়েছিল ১ টাকা ৮৭ পয়সা।
গত জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ২১ টাকা