দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফাইন ফুডস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের  দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০০৭ পয়সা।

এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০৩৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ঋণাত্বক ১৪০ পয়সা।আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ঋণাত্বক ১২৩ পয়সা।