দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান রুহানি।গতকাল দেশটিতে নির্বাচনের পরে আজ শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রুহানির বিজয়ের খবর ঘোষণা করেন। তবে সরকারিভাবে এই ফলাফলের ঘোষণা আসতে পারে আরও কয়েক ঘণ্টা পরে।

গতকালের নির্বাচনে দেশটির প্রায় ৪ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে রুহানি পান ২ কোটি ৩০ লাখের মতো ভোট। শতাংশ হিসেবে তা প্রায় ৫৭ শতাংশের বেশি। তবে রুহানির প্রতিদ্বন্দী ইব্রাহীম রাইসি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তার দাবি, আইন অমান্য করা রুহানির সমর্থকরা নির্বাচনী কেন্দ্রে গুজব ছড়িয়েছেন। বিচারক ইব্রাহিম রায়িসি ৩৯ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন।

৭০ শতাংশ ভোট প্রদানের লক্ষ্যে পাঁচ ঘণ্টা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনে মোট ৪০ মিলিয়ন ভোট পড়েছে।

২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় একই রকম ভোট পড়েছিল। ওই নির্বাচনে ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থি প্রার্থী হাসান রুহানি।

বর্তমানে ৬৮ বছর বয়সী রুহানি নাগরিকদের আরো বেশি স্বাধীনতা ও বিশ্বের কাছে ইরানকে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রায়িসির প্রতি সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি সমর্থন জানানোয় অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রুহানি।

আজকের বাজার:এলকে/এলকে/ ২০ মে ২০১৭