করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আরো এক বছর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট থাকছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।
লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক এমসিসি’র প্রেসিডেন্ট পদে এক বছরের মেয়াদে সাধারণত দায়িত্ব পালন করতে দেখা যায়।
কিন্তু ক্লাবের ২৩৩ বছরের ইতিহাসে সাঙ্গাকারা, প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে থাকবেন। কোভিড-১৯এর কারনে সময় বিঘিœত হওয়ায়, তার মেয়াদ বাড়ানো হচ্ছে।
২০১৯ সালের পহেলা অক্টোবর এমসিসির প্রেসিডেন্ট হয়ে কাজ শুরু করেছিলেন সাঙ্গাকারা। নতুন দায়িত্ব হিসেবে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবেন তিনি।
আগামী ২৪ জুন বার্ষিক সাধারন সভায় এই প্রস্তাবটি অনুমোদন হবে।
গেল ফেব্রুয়ারিতে, এমসিসির অধিনায়ক হিসেবে পাকিস্তান করেন সাঙ্গাকারা।
ঐ সফরের লক্ষ্য ছিলো, আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তান সফরে উৎসাহি করা। এক দশকের বেশি সময় আগে পাকিস্তান সফরে শ্রীলংকা টিম বাসের উপর সন্ত্রাসী হামলা হয়। ঐ দলের সদস্য ছিলেন সাঙ্গা। এক দশক পর যা এখন তাকে পীড়া দিচ্ছে।
খেলোয়াড়ী জীবনে ১২ হাজার ৪শ টেস্ট রান করেছেন সাঙ্গাকারা। ব্যাটিং গড় ৫৭।