ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রীদেরকে নিয়ে আজ দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন। এই প্রথম ক্ষমতাসীন বিজেপির প্রধানও মন্ত্রিসভায় স্থান পেলেন।
নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদি তার ৫০ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ, বলিউড তারকা ও নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন।