পারিবারিক কারণে ভারত সফর থেকে ছুটি নেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। শুরুতে কয়েক ম্যাচের জন্য বলা হলেও শেষ পর্যন্ত পুরো সফর থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফর থেকে ছুটি নেন তামিম।
ব্যাংককের একটি হাসপাতালে আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে দ্বিতীয় সন্তান। নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তামিম নিজে। তবে তিনি কিছু লিখেননি। শুধু একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বুমরানগ্রাড হাসপাতালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান। এর আগে পুত্র সন্তানের বাবা হন তামিম। ছেলে আরহাম ইকবাল খান ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
আজকের বাজার/আরিফ