ইতালি ও আলজেরিয়া জ্বালানি খাতের বাইরেও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে।
আলজেরিয়া সফরকালে ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইগিডিমাইয়ো শনিবার এ কথা বলেন।
আলজিয়ার্স এবং রোম অর্থনৈতিক ও বাণিজ্য খাতে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলেছে বলেও লুইগিডিমাইয়ো উল্লেখ করেন।
এছাড়া হাইড্রোকার্বন খাত ছাড়াও দুদেশ সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণ করতে পারবে বলেও ডিমাইয়োআশা করেন।
আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা এপিএস সূত্রে এ কথা জানা গেছে।
আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রী সাবরি বৌকাদমের সাথে আলোচনা শেষে ডিমাইয়ো জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নে উভয় দেশ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
উল্লেখ্য উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলজেরিয়ায় ১৯৮১ সাল থেকে ইতালির বৃহৎ জ্বালানি কোম্পানীই এনআই কাজ করে যাচ্ছে।
ডিমাইয়ো আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদেল আজিজ ডিজেরাদেও সাথেও সাক্ষাত করেন।