দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও রাজনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৃতীয় কূটনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল সাড়ে ১০টা থেকে এ বৈঠক শুরু হয়। খবর ইউএনবি
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় যোগাযোগ, স্থানান্তর, শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়, সন্ত্রাসবাদ ও এজেন্ডা ২০৩০ ইস্যুগুলোও উঠে আসে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইইউ’র পক্ষে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গুনার ওয়েইগ্যান্ড বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দ্বিতীয় কূটনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজকের বাজার/এমএইচ