দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণের আহ্বান ফিলিস্তিন প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ ইশতায়ে দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দেওয়ার জন্য গুরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে সোমবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র বিভাগের নিকট নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সহকারি পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় ইশতায়ে এমন আবেদন জানান।
তিনি আন্তর্জাতিক মুদ্র তহবিলে (আইএমএফ) যোগ দেওয়ার এবং জাতিসংঘে ‘পূর্ণ সদস্যপদ’ চাওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনকে সমর্থন দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।