মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের ‘দ্যা ক্রাউন’-এ আসছেন লেডি ডায়েনা স্পেন্সার, ব্রিটিশ রাজবধু হওয়ার পরে যিনি হয়ে যান প্রিন্সেস ডায়েনা।
ব্রিটিশ নবাগত অভিনেত্রী এমা কোরিন ড্রামা সিরিজটিতে যুবরাজ চার্লসের ভাগ্যহীনা ভবিতব্য স্ত্রী রূপে অভিনয় করবেন। খবর ইউএনবি।
কেরিন জানান, পিবিএস সিরিজের ‘গ্র্যান্টচেস্টার’, আসন্ন টিভি অনুষ্ঠান ‘পেনিওর্থ’ ও বড়পর্দার ‘মিসবিহ্যাভিয়র’-এ করা অতিথি চরিত্রগুলো তাকে শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে কোরিন বলেন, ‘দ্যা ক্রাউনে’ ডায়নার মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন এবং ডায়না চরিত্রটি তার কাছে ‘আইকন’ এবং সামনে এগিয়ে যাবার প্রেরণা।
সিরিজ নির্মাতা পিটার মরগান বলেন, কোরিনের মধ্যে ডায়নার কিশোরী বয়সের ‘ইনোসেন্স’ এবং সৌন্দার্য রয়েছে, যা এই চরিত্রর জন্য সহায়ক হবে।
‘দ্যা ক্রাউন’ ড্রামা সিরিজের চতুর্থ সিজনে যোগ দিচ্ছেন কোরিন। এর আগের তিনিট সিজিনও চলতি বছরেই মুক্তি পাবে। তবে তার দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
আজকের বাজার/এমএইচ