দ্যা হেগের প্রধান শপিং স্ট্রীটে তিন শিশুকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে গ্রেফতারে ডাচ পুলিশ অভিযান চালাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে’র ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়। খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এ ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এ হামলার ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সকল ফুটেজ সংগ্রহ করছি।’
পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনের সকলেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে এ তিন শিশুকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়। নগরীর বৃহত্তম শপিং এলাকা গ্রট মার্কস্ট্রাটে হাডসন’স বে’র ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা চালানো হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান