ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বহু প্রতীক্ষিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে নাকি এবার অর্থ বিনিয়োগের রাস্তা খুঁজছে আইপিএলের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট নাইট রাইডার্স।
খোলসা করে বলতে গেলে ব্রিটেনে নতুন ভাবনার ক্রিকেট টুর্নামেন্টে ঘটতে চলেছে শাহরুখ যোগ। সম্প্রতি সেদেশের সংবাদমাধ্যমেই এমন খবর প্রকাশকে কেন্দ্র করে শুরু হয় জোর জল্পনা। এব্যাপারে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরকে প্রশ্ন করা হলে কিন্তু সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিলেন না তিনি।
কেকেআর সিইও’র সাফ কথা ইংল্যান্ড-ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত ওই টুর্নামেন্টে বিনিয়োগের সুযোগ পেলে অবশ্যই তা পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, ভেঙ্কির কথায়, প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি সেখানে অর্থ বিনিয়োগের পথ খুঁজতেও পিছপা হবে না। তবে এই মুহূর্তে গোটা বিষয়টিই জল্পনার স্তরে আছে বলে জানিয়েছেন তিনি।