ভারতীয় কিকেটার রাহুল দ্রাবিড়ের কাছ থেকে ৪ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বিক্রম ইনভেস্টমেন্ট নামের এক প্রতিষ্ঠান।
বাড়তি লাভের আশায় বিক্রম ইনভেস্টমেন্ট নামের একটি সংস্থায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন দ্রাবিড়। কিন্তু লাভ তো দূরের কথা, মূলধনেরই পুরোটা ফেরত পাননি তিনি। ১৬ কোটি টাকা দিয়ে বাকি টাকাটা গায়েব করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
অভিযোগের প্রেক্ষিতে অবশেষে বিক্রম ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রাঘবেন্দ্র শ্রীনাথকে গ্রেফতার করেছে পুলিশ।
তার দেয়া তথ্য থেকে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতো এই প্রতিষ্ঠান।
আজকের বাজার /আরজেড