দ.আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি লিফট দুর্ঘটনায় ১১ জন খনি শ্রমিক নিহত ও আরো ৭৫ জন আহত হয়েছে। লিফটটি বিকল হয়ে পড়ায় ৮৬ শ্রমিক সেখানে আটকা পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার খনির অপারেটর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র এএফপি’কে বলেন, লিফটি উপরের দিকে কিছুটা উঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। এতে লিফটে আটকা পড়ে ১১ জন মারা যায় ও ৭৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। (বাসস ডেস্ক)