দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জলিনি মখিজ একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আজ পর্যন্ত (রোববার) দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
মখিজ আরো বলেন, ‘আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে মোট নতুন আক্রান্তের ৮৪ শতাংশই ঘটেছে ওয়েস্টার্ন কেপ ও ইস্টার্ন কেপে।’
আগের দিনের সংখ্যার চেয়ে আজ মৃতের সংখ্যা ৮ জন বেড়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৪ জনে।
সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সরকার কোভিড-১৯ ভাইরাস রোধে মার্চের শেষের দিকে আরোপ করা লকডাউন পদক্ষেপ ১ মে থেকে পর্যায়ক্রমে শিথিল করে।