দক্ষিণ আফ্রিকায় একটি সাজোঁয়া ট্রাক ও একটি বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। মঙ্গলবার লিম্পোপো প্রদেশ পরিবহন বিভাগ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওই বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নগদ অর্থ পরিবহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে মর্মান্তিকভাবে ২০ জন নিহত হয়। সোমবার গ্রিনিচ মান সময় ১৫০০টায় এ দুর্ঘটনা ঘটে।