দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণের খনিতে ৯৫৫ জন শ্রমিক আটকে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শ্রমিকরা সেখানে আটকে পড়ে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বর্তমানে উদ্ধার অভিযান চলছে।
খনির পরিচালনা প্রতিষ্ঠানের মুখপাত্র জেমস ওয়েলস্টেড শুক্রবার বলেন, শ্রমিকদের উদ্ধারের জন্য খনিতে আবারো বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোনো হতাহত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি। সূত্র বিবিসি।
গত বুধবার রাত থেকে শ্রমিকরা খনি গহ্বরে আটকে রয়েছে। বৃহস্পতিবার তাদের পানি ও খাদ্য সরবরাহ করা হয়েছে। তবে প্রকৌশলীরা জরুরি জেনারেটর ব্যবস্থা চালু করতে হিমশিম খাচ্ছে।
স্বর্ণ উৎপাদনে প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই শিল্পের নিরাপত্তা প্রায়ই প্রশ্নের সম্মুখীন হয়।
বিয়েট্রিক্স খনিটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওয়েলকোম শহরে অবস্থিত। খনিটি সিবেনি স্টিলওয়াটার মাইনিং ফার্মের মালিকানাধীন।
খনিটির ২৩টি স্তর রয়েছে। খনিটি প্রায় ১০০০ মিটার বা ৩ হাজার ২৮০ফুট গভীর। শ্রমিকদের উদ্ধারের পর তাদের প্রথমে গোসল করানো হবে। তারপর খাবার সরবরাহ করা হবে। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে সারারাত ধরে অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড় করানো ছিল।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাইন দূর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল।