যুক্তরাষ্ট্র মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ’ কোটি ডলার মূল্যের ১৮টি সিএইচ-৪৭এফ চিনুক পরিবহন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই হেলিকপ্টার বিক্রয় আরওকে’র সেনাবাহিনীর ক্ষমতা আরো শক্তিশালী করার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে উন্নত করবে।’
বিবৃতিতে আরো বলা হয়, সিএইচ-৪৭এফ দক্ষিণ কোরিয়াকে দ্বিপাক্ষিক অভিযান চালানোর পরিকল্পনার সমর্থনে মিশন পরিচালনা করার অনুমতি দেবে। যার মধ্যে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য অপসারণ, অনুসন্ধান ও উদ্ধার, প্যারাস্যুট ড্রপ এবং দুর্যোগে ত্রাণ সরবরাহ।
মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এই হেলিকপ্টার বিক্রয়ের অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার কংগ্রেসকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেছে।