দ.কোরিয়ার কাছে বিমান ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন ওয়াশিংটনের

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নতুন করে দক্ষিণ কোরিয়ার কাছে ২শ’ ৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলা সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার পর এ অনুমোদন দেয়া হলো। খবর এএফপি’র।
প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বিশাল অংকের অস্ত্র বিক্রির এ অনুমোদনে পসিডন নামের ছয়টি সামুদ্রিক টহল বিমান রয়েছে যার মূল্য ২শ’ ১০ কোটি ডলার।
সংস্থা জানায়, দ্বিতীয় একটি চুক্তির আওতায় ৫০ কোটি ১০ লাখ ডলার মূল্যের ৬৪টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে।
মার্কিন কংগ্রেসে এসব অস্ত্র বিক্রির বিরোধীতা করা হলেও সিউল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বজায় থাকা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলার তেমন কোন সম্ভাবনা নেই। কেননা পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সৈন্য মোতায়েন রয়েছে।