দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৬৯ জনে দাঁড়ালো।
একই সময়ে দেশটিতে নতুন করে আরো পাঁচজনের মৃত্যু ঘটায় এ ভাইরাসে সেখানে মৃতের সংখা বেড়ে ৬৬ জনে দাঁড়ালো। এদিকে পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠায় ৪৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এনিয়ে মোট ৩৩৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলো।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) ১০ মার্চ থেকে স্থানীয় সময় সকাল ১০টায় দিনে একবার করে তথ্য হাল নাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। এরআগে তারা দিনে দু’বার হাল নাগাদ তথ্য জানাচ্ছিল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান