দক্ষিণ কোরিয়া মঙ্গলবার নতুন করে আরো ১৩১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগির সংখ্যা বেড়ে মোট ৭ হাজার ৫১৩ জন হয়েছে। এদিকে নতুন করে আরো তিনজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগির মৃত্যু হার ০.৭ শতাংশ। তবে ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সের রোগির মৃত্যু হার বেড়ে ৬.৮ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় আরো ৮১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়ালো। কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হাল নাগাদ করার ঘোষণা দিয়েছে। এখন থেকে তারা দিনে একবার তথ্য হাল নাগাদ করবে। এর আগে তারা দিনে দু’বার তথ্য হাল নাগাদ করার ঘোষণা দিয়েছিল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান