ধনীদের তালিকায় পিছিয়ে পড়েছেন ট্রাম্প

ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীরা দিন দিন আরও বেশি ধনী হচ্ছেন, তবে উল্টো সম্পদ খুইয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফোর্বস ম্যাগাজিন শীর্ষ ৪০০ বিলিয়নিয়ারের তালিকা প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার।

তালিকায় দেখা যায়, ট্রাম্প ৬০ কোটি মার্কিন ডলার হারিয়েছেন এবং এখন তার মোট সম্পদের পরিমাণ ৩১০ কোটি ডলার।

কেবল ব্যক্তিগত খাত থেকে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমানে এ তালিকার ২৪৮ নম্বরে আছেন।

যৌথভাবে একই অবস্থানে আছেন এ তালিকার সবচেয়ে কনিষ্ঠ ২৭ বছর বয়সী ইভান স্পিগেল, যিনি স্ন্যাপের সহপ্রতিষ্ঠাতা। ফোর্বস জানায়, নিউইয়র্কের খুচরা ও বাণিজ্যিক রিয়েল এস্টেট বাজার দুর্বল হয়ে যাওয়াতে কমেছে ট্রাম্পের সম্পদের পরিমাণ। ম্যানহাটনের এই টাইকুন ২০১৬ সালের তালিকায় ১৫৬ নম্বরে অবস্থান করেছিলেন।

সে বছরই রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প। ৮ হাজার ৯০০ কোটি ডলার সম্পদ নিয়ে টানা ২৪ বছর ধরে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৮ হাজার ১৫০ কোটি ডলার।

ফোর্বস জানায়, তাদের ৩৬তম বার্ষিক তালিকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর সম্পদ ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে। গত বছর তা ছিল ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। ফেসবুকের মার্ক জাকারবার্গ তার সম্পদে ১ হাজার ৫৫০ কোটি ডলার যুক্ত করেছেন। ৭ হাজার ১০০ কোটি ডলার নিয়ে তালিকার চতুর্থ স্থানটি অক্ষুণ্ন রেখেছেন জাকারবার্গ।

এ বছর নতুন ২২ জন এ তালিকায় যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিড হেস্টিংস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার স্মিথসহ ২৬ জন এ তালিকা থেকে বাদ পড়েছেন। এ তালিকায় প্রবেশের জন্য অন্তত ২০০ কোটি ডলারের সম্পদ প্রয়োজন।

সূত্র : এএফপি

আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭