ফ্রান্সে চলমান দেশব্যাপী ভয়ঙ্কর ধর্মঘটে শনিবার গোটাদেশ অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘর্মঘটের ডাক দেয়া জাতীয় শ্রমিক ইউনিয়ন সতর্ক করে দিয়ে বলেছে ,এই টালমাটাল অবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পেনশন সংস্কার পরিকল্পনার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এই ধর্মঘটে লাখ লাখ লোক রাস্তায় নেমে আসছে এবং প্রধান পরিবহন সেবা অচল হয়ে পড়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট ১৯৯৫ সালের ধর্মঘটের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় বিক্ষোভ ধর্মঘটে ফ্রান্স তিন সপ্তাহ অচল হয়ে পড়েছিল। গত বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভের পরে আবার মঙ্গলবার দ্বিতীয় দফায় ধারাবাহিক বিক্ষোভ-ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।
অনেকেই মনে করেন,বৈষাম্যের বিরুদ্ধে ইয়েলো ভেস্টদের শনিবারের বিক্ষোভ ম্যাক্রনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ্পি বলেছেন,সরকার তাদের সংস্কার পরিকল্পনা থেকে সরে যাবে না। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান