ধর্মঘট প্রত্যাহার করলো নৌযান শ্রমিকরা

ছয় ঘণ্টা পর নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে ওই সংগঠনের ডাকা ধর্মঘটে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলে দুপুর ১২টায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে নৌযানগুলো চলাচল শুরু করে। তবে যাত্রীদের উপস্থিতি কম ছিল।

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, দুপর ১২টার পর চারটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। দক্ষিণাঞ্চল থেকে ভোররাত থেকে এখন পর্যন্ত ৫৫টি লঞ্চ এসেছে।

মন্ত্রণালয়ের আশ্বাসে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে ওই সংগঠনের ডাকা কর্মবরিতিতে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক আবদুর রহমান বলেন, নৌযান শ্রমিকদের একাংশের নেতারা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাজার/লুৎফর রহমান