ধর্মঘট প্রত্যাহার করে নিল ক্রিকেটাররা। গত সোমবার থেকে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধর্মঘটে গিয়েছিলেন সাকিব তামিমরা। তের দফা দাবি মানা না-হলে তারা ক্রিকেট বয়কট করবেন বলেই জানিয়েছিলেন। কিন্তু বিসিবি সাকিবদের আশ্বস্ত করেছে যে, তাঁদের সব দাবিই মেনে নেওয়া হবে। আজ থেকেই ক্রিকেটে ফিরছেন শাকিবার। খেলবেন ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)।
সাকিব বলেছেন, “আমরা যে দাবি রেখেছিলাম সে ব্যপারে বিসিবি এগিয়েছে অনেকটা। কথাবার্তা বেশ ভালই হয়েছে। এগুলো যখন বাস্তবায়িত হবে তখনই আমরা খুশি হব। আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি। শুক্রবার থেকে জাতীয় শিবিরে যোগ দেব এনসিএল খেলার জন্য।”
ঢাকা প্রিমিয়ার লিগ, ক্লাব লিস্ট টুর্নামেন্ট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো স্যালারি ক্যাপ না থাকার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কম বেতনের ইস্যুতেই সাকিবরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শুধু শাকিবই নন, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা মীরপুরের একটি মাঠে জড়ো হয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন।সেখানেই নিজেদের দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার হুংকার দেন বিসিবির কাছে। দাবি না মানা হলে ক্রিকেট খেলা থেকে বয়কট করবেন বলেও হুমকি দেন।
এই ধর্মঘটের জেরে সাকিবদের ভারত সফরও অনিশ্চিত হয়ে পড়েছিল। আগামী মাসেই তাঁরা তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলতে ভারতে যাবে। আগামী ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা।
আজকের বাজার/লুৎফর রহমান