ধর্মীয় উৎসবে সম্প্রীতি রক্ষার আহবান মমতার

ধর্মীয় উৎসবের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সরকারের নতুন সভাঘরে সোমবার প্রশাসনিক বৈঠকে তিনি এ পরামর্শ দিয়েছেন। ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে তিনি বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। নজর রাখতে বলেছেন জেলাশাসকদেরও। মুখ্যমন্ত্রীর ওই পরামর্শের পরে জেলার এসপি-দের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠাতে যাচ্ছে পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে বিজেপি’র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেছেন, “আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। তবে কোনও ধর্মের ক্ষেত্রে নির্দেশ প্রযোজ্য হবে, কোনও ধর্মের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চোখ বুজে থাকবেন, এটা যেন না হয়। নির্দেশ সকলের জন্যই সমান ভাবে পালন হওয়া উচিত।”

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “সকলের জন্য এই নির্দেশ যেন সমান ভাবে প্রযোজ্য হয়, সেটা অবশ্যই প্রশাসনকে দেখতে হবে।”

প্রশাসনের কাছে উদ্বেগের খবর, সাম্প্রতিক কালে যে কোনও ঘটনায় অস্ত্র নিয়ে যখন-তখন মিছিল করা হচ্ছে। এতে অনেক সময় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সে কারণেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বলে নবান্নের কর্তাদের ব্যাখ্যা।

আজকের বাজার : এমএম / ৫ সেপ্টেম্বর ২০১৭