ভারতের উত্তর প্রদেশের এক তরুণী কুয়া থেকে পানি আনতে গিয়ে প্রতিবেশী ২ পুরুষের গণধর্ষণের শিকার হয়েছিলেন। গণধর্ষণের সেই ভিডিও ভাইরালও হয় অন্তর্জালে।
দেশটির এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গণমাধ্যমের কাছে নির্যাতিতার পরিবার জানালো, ধর্ষকের ফাঁসি না হলে সবাই মিলে আত্মহত্যা করবে তারা!
প্রতিবেদনে বলা হয়, ২৪ এপ্রিল কনৌজের বাসিন্দা ওই তরুণী গনধর্ষণের শিকার হন। ওই এলাকার ২ বাসিন্দা তালিব এবং সালমান ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রথমে ভয়ে ও লজ্জায় ধর্ষণের ঘটনা পরিবারকে না জানালেও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা জানতে পারে সবাই। সঙ্গে সঙ্গে তরুণীর পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বোন জানান, যদি ধর্ষকদের ফাঁসি বা কমপক্ষে যাবজ্জীবন না হয়, তাহলে আমরা সবাই আত্মহত্যা করবো। এর আগেও ২০১৭’র সেপ্টেম্বরে গণধর্ষণের একটি ভিডিও ভাইরাল হয় ভারতে। সেবার তদন্ত শেষে ৩ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ।
এস/