অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি করেন এক নারী।
মামলার অন্য আসামিরা হলো- এসআই ওসমান আলী, মো. সোহেল, মো.মিরাজ আলী, মো. জিহাদ। জানা যায়, বাদী পক্ষের আইনজীবী ছিলেন জাকির হোসেন হাওলাদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান