ধর্ষণের অভিযোগে ধর্মগুরুকে গ্রেপ্তারে হাসপাতালে পুলিশ

ভারতের রাজস্থানে কথিত এক ধর্মগুরুর বিরুদ্ধে ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, এই ‘স্বঘোষিত বাবার’ নাম কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ (৭০)।

২০ সেপ্টেম্বর বুধবার ওই তরুণী কথিত বাবার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। বর্তমানে উচ্চ রক্তচাপ নিয়ে আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ।

তার খোঁজে হাসপাতালে এসে পৌঁছেছে পুলিশের একটি দল। চিকিৎসকের অনুমতি পেলেই তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ ও তারকাদের সঙ্গে ছবিতে দেখা গেছে কথিত এই বাবাকে।

অভিযোগকারী তরুণী ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা। গত ৭ আগস্ট রাজস্থানের আলওয়ারে কিছু অনুদান দিতে ওই ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপনাচার্য ফলহারি মহারাজের আশ্রমে গিয়েছিলেন ওই তরুণী।

সে সময় তার ওপর যৌন নির্যাতন চালান সেই ‘স্বঘোষিত বাবা’। আরাবলি থানার পুলিশ কর্মকর্তা হেমরাজ মীনা জানান, বিলাসপুর পুলিশ তাদের কাছে অভিযোগটি পাঠিয়েছেন। সে অভিযোগের ভিত্তিতেই দায়ের করা হয়েছে শারীরিক নির্যাতনের মামলা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত করতে আশ্রমেও গিয়েছিল পুলিশ। কিন্তু তখন ওই ‘গুরু’ আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের থেকে অনুমতি পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান মীনা।

বিলাসপুরের ডিএসপি অর্চনা ঝা জানিয়েছেন, ওই তরুণীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন অভিযুক্ত স্বঘোষিত ‘ধর্মগুরু’। তরুণীর পরিবার ছিল কৌশলেন্দ্রর ভক্ত। তারাই ওই তরুণীকে ‘ধর্মগুরু’র কাছে পাঠান।

ওই তরণীর কথায়, শারীরিক নির্যাতনের পর তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছিল। পুলিশ জানায়, আলওয়ারে কৌশলেন্দ্রর বিশাল আশ্রম। সেখানে দেশি-বিদেশি ভক্তরা আসেন।

দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় গত ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় হরিয়ানার কথিত ধর্মগুরু রাম রহিমকে। তাকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

আজকের বাজার : এমএম / ২১ সেপ্টেম্বর ২০১৭