ধর্ষণের পর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা

গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ১৭ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের পর শরীরে আগুন ধরিয়ে হত্যার হত্যার চেষ্টা।

সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানে একলা পেয়ে ধর্ষণের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর তার চিৎকার শুনে পাড়াপ্রতিবেশিরা এগিয়ে এলে ধর্ষক সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর রোববার ৬ মে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার মেয়েটির শরীরের ৯৫ শতাংশ অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়, ধর্ষক তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ স্বীকার করে পুলিশকে জানিয়েছে, ‘তাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু সে রাজি ছিল না।’

ঝাড়খণ্ডে এ ধরণের ঘটনা ঘটলো দ্বিতীয় বারের মতো । এর আগে এক মেয়েকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরপর ‍দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ না থাকলেও পুলিশ মনে করছে, একই ধরণের মানসিকতা থেকে ভারতে এ ধরণের যৌন সহিংসতার ঘটনা ঘটছে।